Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

উপজেলা কমপ্লেক্স ভবনের ২য় তলায (হল রুমের পূর্ব দিকে ) পাট অধিদপ্তরের রংপুর জেলার গংগাচড়া- উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ........

 

 এক নজরে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর পটভূমি:-

১৯৭৩ সালে পাট মন্ত্রণালয় এবং ১৯৭৭ সালে বস্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। ইতঃপূর্বে এ দুটি মন্ত্রণালয়ের কার্যক্রম শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ছিল। ১৯৮২ সাল পর্যন্ত এ দুটি মন্ত্রণালয় দুটি বিভাগ হিসেবে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত ছিল। শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের ৩টি বিভাগের মধ্যে দুটি বিভাগ তখন ছিল যথাক্রমে পাট বিভাগ ও বস্ত্র বিভাগ।
১৯৮৪ সালের প্রথমভাগে মন্ত্রণালয়সমূহ পুনর্গঠনকালে পাট বিভাগ ও বস্ত্র বিভাগকে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে পৃথক করে পাট ও বস্ত্র মন্ত্রণালয় নামে পৃথক মন্ত্রণালয় গঠন করা হয়। কার্যতঃ মন্ত্রিপরিষদ বিভাগের ৮ জুলাই ১৯৮৬ তারিখের বিজ্ঞপ্তিমূলে এ দুটি মন্ত্রণালয় স্বতন্ত্র মন্ত্রণালয় হিসেবে কাজ ‍শুরু করে। অতঃপর ২০০৪ সালের ৬ মে পাট মন্ত্রণালয় ও বস্ত্র মন্ত্রণালয়কে একীভূত করে বস্ত্র ও পাট মন্ত্রণালয় হিসেবে আদেশ জারি করা হয়। এর পর হতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নতুনভাবে কার্যক্রম শুরু করে।